সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই। শুক্রবার (২০ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মামুন রেজা খুলনা অঞ্চলের একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিরপেক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য সহকর্মী ও পাঠকদের কাছে প্রশংসিত ছিলেন। তাঁর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।