Thursday, July 17, 2025

যশোরে নামাজরত অবস্থায় মসজিদে রক্তাক্ত হামলা, জনতার হাতে অভিযুক্ত আটক

নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এক বৃদ্ধ মুসল্লিকে লোহার বস্তু দিয়ে মারধরের ঘটনায় যশোরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নুর আলী মোল্লা (৬৫)–কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আসরের নামাজের সময় শহরতলীর মোবারককাঠি গ্রামের চাকলাদার ফিলিং স্টেশনের পাশের হযরত আবু বক্কার (রাঃ) জামে মসজিদে।

ভুক্তভোগীর মেয়ে সাবরিনা মমতাজ এ ঘটনায় কোতোয়াল  থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার পিতা নুর আলী পূর্বশত্রুতার জেরে হামলার শিকার হয়েছেন। অভিযোগে বলা হয়, নামাজ শেষ হওয়ার আগেই পেছন থেকে খালেক একটি লোহার রড জাতীয় বস্তু দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন এবং এরপর শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন।

হামলার সময় মসজিদে উপস্থিত মুসল্লীরা এগিয়ে এসে নৃশংস এ ঘটনা প্রতিহত করেন এবং খালেককে আটক করে পুলিশে খবর দেন। কিছুক্ষণ পর পুলিশ এসে হামলাকারীকে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আব্দুল খালেক এলাকায় প্রভাব খাটিয়ে চলছিলেন এবং নানা বিরোধে জড়িয়ে পড়তেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর