Thursday, July 17, 2025

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সফল মাছ ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরে এসেছেন। স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়ে এলাকাবাসীর ভালোবাসায় তিনি আপ্লুত।

oplus_0

এক বছর আগে কুদ্দুস বিশ্বাসের দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়ে। ওই অবস্থায় তার স্ত্রী ফারজানা বেগম স্বেচ্ছায় একটি কিডনি দান করেন। এরপর তিনি তুরস্কের একটি হাসপাতালে দীর্ঘ চার মাস চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হন।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি নিজ গ্রাম শার্শার বাঁগআচড়ায় ফিরে আসেন। তাকে স্বাগত জানাতে পিপড়াগাছি ইকোপার্ক মাঠে কয়েক হাজার মানুষ জড়ো হন। এলাকাবাসী ব্যানার-ফেস্টুন, ফুল ও গান বাজনার মাধ্যমে তাকে বরণ করে নেয়।

কুদ্দুস বিশ্বাস বলেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও আমার স্ত্রীর সাহসিকতায় আমি দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছি। এখন আমি আবার মানুষের জন্য কাজ করতে চাই।” তিনি স্ত্রী, চিকিৎসক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, “স্ত্রীর এমন আত্মত্যাগ সত্যিকারের ভালোবাসার নিদর্শন। স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান এক অনন্য দৃষ্টান্ত।”

উল্লেখ্য, কুদ্দুস বিশ্বাস মাছ ব্যবসার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপকভাবে সক্রিয়। তার প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর