Friday, December 5, 2025

লিডে দ্বিতীয় ইনিংস শুরু বাংলাদেশের

গল টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে লঙ্কানরা থেমেছে ৪৮৫ রানে। এতে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

চতুর্থ দিনের শুরুতে উইকেটে ছিলেন কামিন্দু মেন্ডিস (৩৭*) ও ধনঞ্জায়া ডি সিলভা (১৭*)। তবে দিনের প্রথম ঘণ্টাতেই ম্যাচে ফিরিয়ে আনেন নাইম হাসান ও হাসান মাহমুদ। ধনঞ্জায়া (১৯) উইকেটরক্ষক লিটনের গ্লাভসবন্দী হন নাইমের বলে। এরপর কুশল মেন্ডিসকেও দ্রুত ফিরিয়ে দেন হাসান।

তবে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে ৮৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে লিডের কাছাকাছি নিয়ে যান। একজন ছিলেন সেঞ্চুরির, আরেকজন ফিফটির পথে। তবে লাঞ্চের পর বদলে যায় চিত্র। হাসানের বলে রত্নায়েকে ও নাইমের বলে কামিন্দু আউট হলে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং। শেষ পর্যন্ত তারা থামে ৪৮৫ রানে।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন নাইম হাসান। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ পাঁচ উইকেট। এছাড়া হাসান মাহমুদ নেন ৩টি, তাইজুল ইসলাম ও মমিনুল হক ১টি করে উইকেট শিকার করেন।

এখন ১০ রানের ক্ষীণ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। গল টেস্টে জমে উঠেছে লড়াই।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর