নড়াইল প্রতিনিধি: “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় নড়াইলে অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫”।
বুধবার (১৯ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল-এর উপপরিচালক মো. জসীম উদ্দীন।
কংগ্রেসে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ, উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় ও বাস্তবভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সৌরভ দেবনাথসহ বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি কৃষির উন্নয়নে মাঠ পর্যায়ে কৃষকদের অভিজ্ঞতা ভাগাভাগি এবং পারস্পরিক শিখনকে উৎসাহিত করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার এক কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।