Saturday, December 6, 2025

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিয়ারশেবায় বিস্ফোরণ

ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। হামলার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিকটবর্তী স্থানে বিস্ফোরিত হয়, যার কারণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বসতবাড়ির জানালা ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় সাধারণ মানুষ আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। যদিও এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী। বর্তমানে তারা ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার (২০ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করে যে, ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্র সতর্কতা হিসেবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তারা নির্দিষ্ট করে কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা সবগুলো আটকানো সম্ভব হয়েছে কিনা—সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

এ হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর