Friday, December 5, 2025

শেয়ারবাজারে কারসাজি: সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২১ সেপ্টেম্বর

বাসস: শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই দিন নির্ধারণ করেন।

এর আগে ১৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও যাদের নাম রয়েছে তারা হলেন—সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজি সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা নিজেদের স্বার্থে বিএসইসি অনুমোদিত বিও (Beneficiary Owner) অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধভাবে একাধিক সিরিজ ট্রানজেকশনের মাধ্যমে শেয়ারবাজারে প্রতারণামূলক ট্রেডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বাজারে কারসাজি করেন। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এই পদ্ধতিতে মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধলব্ধ অর্থ হিসেবে বিবেচিত।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি আবুল খায়ের হিরু তার স্ত্রী সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ টাকার উৎস গোপন করে তা বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া হিরুর নামে পরিচালিত ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগে উল্লেখ আছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ও সোনালী পেপারস লিমিটেড—এই তিনটি কোম্পানির শেয়ারে কারসাজির ঘটনায় সাকিব আল হাসান বিনিয়োগ করেন এবং বাজারে কারসাজিতে প্রত্যক্ষভাবে অংশ নেন। এতে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিসাধন করে তিনি ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের’ নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী কার্যক্রম আদালতের পরবর্তী আদেশে নির্ধারিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর