বিয়ে হয়েছে ২০১৯ সালে। সংসারে রয়েছে এক সন্তান। তারপরও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল বলে অভিযোগ। শেষমেশ প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে ধরা পড়ে গেলেন স্বামীর চোখে। স্বামী যখন পুলিশ নিয়ে হোটেলে হাজির, তখন গ্রেফতারের ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাগপত জেলার ছপরেলি এলাকায়।
জানা গেছে, ওই গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এক হোটেলে ওঠেন। স্বামী পিছু নিলে এবং পুলিশ নিয়ে হোটেলে হাজির হলে তিনি প্রায় ১২ ফুট উঁচু ছাদ থেকে লাফ দেন। স্থানীয় এক ব্যক্তি সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
সূত্র জানায়, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। নিয়মিত পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। একাধিকবার তারা এসপি অফিসেও গিয়েছিলেন। স্বামী অভিযোগ করেছেন, স্ত্রী তাকে খুনের হুমকিও দিয়েছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে পুলিশ প্রেমিক যুবককে আটক করেছে। হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ জানতে চেয়েছে, পরিচয়পত্র যাচাই না করেই হোটেল কর্তৃপক্ষ কেন তাদের রুম বরাদ্দ দিল। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেস্ক