যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি আশিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (১৬ জুন) গভীর রাতে যশোর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আশিককে আটক করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ৯ জুন বিকেলে যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে মইন উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত মইন উদ্দিন ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তার বড় ভাই জমির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার কোতোয়ালি থানায় আশিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় আশিকের মা আলেয়া খাতুন, বাবা মাজিদ মোল্যা, ভাই সজিব এবং প্রতিবেশী জসিম ও ফারুকের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে আশিকের মা আলেয়া খাতুনকে আটক করে। তবে আশিক, তার ভাই সজিব, বাবা মাজিদ মোল্যা এবং অন্য আসামিরা পলাতক ছিল।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন আশিক। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে তার খালার শ্বশুরবাড়ি থেকে আটক করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, আশিক নানা অপরাধের সাথে জড়িত। তবে, পারিবারিক শক্রতার জেরেই খুন করেন চাচাতো ভাইকে। অন্য আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
রাতদিন সংবাদ







