ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস জানায়, নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে স্থল সীমান্ত অতিক্রম করে দ্রুত জর্ডানের দিকে যাত্রা করতে বলা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সংঘাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে।”
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় ট্রাম্প কানাডার জি-৭ সম্মেলন থেকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দ্রুত অবনতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে এ বৈঠক ডাকা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে।
অনলাইন ডেস্ক







