অস্ট্রেলিয়ার বিপক্ষে আড়াইশ’র বেশি রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্ট জয়ের নজির থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মেগা ইভেন্টে শঙ্কা ছিল প্রোটিয়াদের নিয়ে। কারণ, বড় মঞ্চে হারের রেকর্ড ছিল তাদের। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস গড়লেন টেম্বা বাভুমা। দলের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপার পাশাপাশি ১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন এই অধিনায়ক।
ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে ২৮২ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর এটি তাদের কোনো বৈশ্বিক আসরে সর্বোচ্চ সাফল্য, এবং টেস্ট ফরম্যাটে প্রথম বিশ্বকাপ জয়।
টেস্ট অধিনায়ক হিসেবে বাভুমার এটি ১০ম ম্যাচ। এর মধ্যে ৯টি জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, আরেকটি ম্যাচ হয়েছে ড্র। টেস্ট ইতিহাসে প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকার কীর্তি বাভুমার আগে ছিল কেবল ১৯২০-২১ সালের অস্ট্রেলিয়া অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংয়ের (৮ জয়, ২ ড্র)।
এছাড়া, প্রথম ১০ টেস্টে ৯ জয়ে বাভুমা পার্সি চ্যাপম্যানের পর দ্বিতীয় দ্রুততম অধিনায়ক। তবে এই পরিসরে অপরাজেয় থাকার কীর্তি কেবল বাভুমারই। অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে ৮ জয় পাওয়া আরও ছয়জন অধিনায়কের তালিকায় আছেন আর্মস্ট্রং, ডগলাস জার্দিন, লিন্ডসে হাসেট, ওয়াকার ইউনুস, রিকি পন্টিং ও বেন স্টোকস।
অনলাইন ডেস্ক







