Saturday, December 6, 2025

ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে এমন প্রতিশোধ নেব আগে কখনও দেখা যায়নি- ট্রাম্প

টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান।

তবে ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী এমন প্রতিশোধ নেবে— যা আগে কখনও দেখা যায়নি।”

ট্রাম্প আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। এসব কথা তিনি ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি এই সংঘাতে জড়ায়নি, তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি জোরদার করছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর