Saturday, December 6, 2025

যুদ্ধ থামাতে ইসরায়েলকে চীনের আহ্বান

ইসরায়েলকে যত শিগগির সম্ভব ইরানের সঙ্গে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, সংঘাতের ভয়াবহ পরিণতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ইরানে সামরিক অভিযান শুরুর পর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফু কং বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে ইসরায়েল। আমরা এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছি। ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি— যত শিগগির সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকুন। কারণ সংঘাত আরও বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি হবে ভয়াবহ।”

শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

অতর্কিত হামলার জবাবে শুক্রবার রাতেই ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করে ইরান। এতে ২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, “যতদিন ইরানের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের হুমকি থাকবে, ততদিন ‘দ্য রাইজিং লায়ন’ অভিযান চলবে।”
জবাবে শনিবার সকালে ইরানের সামরিক বাহিনী জানায়, তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ অনির্দিষ্টকালের জন্য চলবে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত মে মাস থেকে ওমানে যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধি পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। ৬ রাউন্ড সংলাপ শেষ হলেও সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর কিছুদিন পরেই ইরানে হামলা চালায় ইসরায়েল।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর