শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ কপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মুন্সী রেজাউল করিম মহব্বত (৬২) আর নেই। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৩ জুন গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কপিলমুনি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আর কে-০৭







