Friday, December 5, 2025

বাউন্ডারিতে ক্যাচের নতুন নিয়ম আনছে এমসিসি ও আইসিসি

ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারিতে ক্রিকেটারদের কৌশল ও মুনশিয়ানায় প্রায়ই বিতর্কের জন্ম হয়। বিশেষ করে বাউন্ডারিতে লাফিয়ে বল শূন্যে ঠেলে ধরে নেওয়া ক্যাচ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই বিতর্ক মেটাতে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা ম্যারিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন নিয়ম আনছে।

নতুন নিয়ম অনুযায়ী, বাউন্ডারির বাইরে লাফিয়ে ফিল্ডার সর্বোচ্চ একবারই বল স্পর্শ করতে পারবে। এরপর তাকে সীমানার ভেতরে ঢুকে ক্যাচ ধরতে হবে। শূন্যে ভেসে থাকলেও বাউন্ডারির বাইরে একাধিকবার বল স্পর্শ করা যাবে না। আইসিসির প্লেয়িং কন্ডিশনে নিয়মটি চলতি মাসেই যুক্ত হচ্ছে এবং ২০২৬ সালের অক্টোবর থেকে এটি এমসিসির আইনেও অন্তর্ভুক্ত হবে।

২০২৩ সালের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের মাইকেল নেসের বিতর্কিত ক্যাচকে কেন্দ্র করেই এই পরিবর্তনের উদ্যোগ। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ নেওয়ার সময় নেসের বাউন্ডারির বাইরে লাফিয়ে বল দ্বিতীয়বার স্পর্শ করে ফের সীমানার ভেতর এসে ধরেছিলেন। এমন ক্যাচ আর বৈধ থাকবে না।

এমসিসির নিয়ম ১৯.৫.২ ধারায় নতুন নির্দেশনায় বলা হয়েছে— একাধিক ফিল্ডার মিলে ক্যাচ নিলে বাউন্ডারির বাইরে বল স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে এবং দ্বিতীয়বার বল স্পর্শ করা যাবে না। অন্যথায় আউটের বদলে বাউন্ডারি বা রান যোগ হবে— এই প্রস্তাবও বিবেচনাধীন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর