Saturday, December 6, 2025

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২, আহত ৬৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬৩ জন। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং দেশটির সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এই তথ্য নিশ্চিত করেছে।

মাগেন ডেভিড অ্যাডোমের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ২০ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র আঘাতে এক নারী নিহত হন।

চ্যানেল ১২-এর শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত ৬৩ জনের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে ৪০০-এর বেশি ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলের বিমান হামলার জবাবে শুক্রবার রাতে তেল আবিবসহ বিভিন্ন শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়, তবু কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, রামাত গান শহরে ৯টি আবাসিক ভবন এই হামলায় ধ্বংস হয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর