নিজস্ব প্রতিবেদক: যশোরে ইয়াভ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রান ফর যশোর ১.০’ শীর্ষক মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকাল ৬টায় যশোর টাউন হল ময়দান থেকে দৌড়ের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
দৌড়ের রুটটি ছিল টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, জেলা প্রশাসক কার্যালয়, প্যারিস রোড, ঈদগাহ ময়দানের পাশ, মুজিব সড়ক, চাঁচড়া চেকপোস্ট ঘুরে পুনরায় টাউন হল ময়দানে এসে শেষ হয়।
ম্যারাথনে প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পাপ্পু মণ্ডল, দ্বিতীয় আবাবিল এবং তৃতীয় রোকনুজ্জামান।
প্রথম স্থান অর্জনকারী সকাল ৭টা ২৩ মিনিটে, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা ৭টা ২৫ মিনিটে ফিনিশ লাইন অতিক্রম করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ লিটু, ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়, রিজিওনাল হেড ইফতেখারুল হক শিশির, যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী ও নাসিম উদ্দিন খান।







