Saturday, December 6, 2025

নড়াইলে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বড় ভাই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই হাফেজ শাহরিয়ার রানা (স্থানীয় মসজিদের ইমাম) পিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত আবু সাইদ শেখের দুই ছেলে শাহরিয়ার রানা ও এস এম শামসুজ্জোহা রুমির মধ্যে পিতার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বড় ভাই রুমি ওই জমি অন্যত্র বিক্রি করতে গেলে শাহরিয়ার রানা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রুমি ও তার স্ত্রী রুমা মিলে বাঁশের লাঠি দিয়ে শাহরিয়ারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শাহরিয়ার রানা অভিযোগ করে বলেন, “আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে জমি বিক্রির চেষ্টা করলে বাধা দিই। এতে আমাকে মারধর করে বাড়ি ছেড়ে দিতে বলে, না হলে হত্যার হুমকি দেয়।”

এদিকে অভিযুক্ত বড় ভাই রুমি বলেন, “ছোটখাটো হাতাহাতি হয়েছে। ও ঘটনা বাড়িয়ে বলছে। জমির ভাগ না দেওয়ার অভিযোগ সত্য নয়।”

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ জানান, আহতের মাথা, হাত ও হাঁটুতে আঘাত আছে, তবে শঙ্কামুক্ত।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর