Saturday, December 6, 2025

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ইজিবাইক চালক

নড়াইল  প্রতিনিধি: নড়াইলের নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলির চাপায় ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ইজিবাইক চালক। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইল সদর উপজেলার বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর মামুন ও মর্জিনা বেগম ইজিবাইকে করে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসিবুর রহমান নিশ্চিত করেছেন, দুর্ঘটনাস্থল থেকে জাফর মামুন ও মর্জিনা বেগমের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছে। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর