Saturday, December 6, 2025

শেখ হাসিনা ইস্যুতে মোদি সহযোগিতা করেননি: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকাকে কোনো সহযোগিতা করেননি।

বুধবার লন্ডনে ব্রিটিশ থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তব্যে ড. ইউনূস জানান, গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখার অনুরোধ জানান। তবে মোদি জবাবে বলেন, “এটা সামাজিক যোগাযোগমাধ্যম; আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না।”

ড. ইউনূস বলেন, এই জবাব বিস্ফোরক পরিস্থিতিতে দায় এড়ানোর মতো এবং এতে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ।

প্রসঙ্গত, শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আন্দোলন দমন অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

ইউনূস বলেন, “শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল থেকে তলব করা হয়েছে। সাড়া না দিলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে ভুয়া খবর ছড়ানোর কারণে সম্পর্কের পথে বাধা তৈরি হচ্ছে। অনেকে বলছেন, এসব সংবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর