শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা): দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান, পিএসসি’র বিশেষ পরীক্ষক ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
সভায় কলেজের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ খেলার মাঠের নাম পরিবর্তনের সিদ্ধান্ত উল্লেখযোগ্য।
সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ—সাবরিনা শারমিন আজমী (স্বর্ণা), শেখ দীন মাহমুদ, তহিদুজ্জামান মুকুল, শেখ ইকবাল হোসেন, আকরাম জোয়ার্দ্দার, শারমিন আক্তার, আব্দুল কুদ্দুস ও শফিউল ইসলাম।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএডিসির পরিচালক জিএম আব্দুস সাত্তার, জিএম আমিনুল ইসলাম, সাংবাদিক এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ এবং অ্যাডভোকেট এস্কেন্দার মির্জা।
সভা শেষে কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের সমস্যা, সম্ভাবনা, সফলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।







