মাসুম বিল্লাহ ইছালী (যশোর) প্রতিনিধিঃ যশোর সদরের ঐতিহ্যবাহী ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতির আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. আজিজুল হক নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ কৃষক দলের যশোর জেলা সদস্য ও অবসরপ্রাপ্ত সার্জন মোঃ হারুন অর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্বভার গ্রহণ করে হারুন অর রশিদ বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।”
প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর বিক্রম, অভিভাবক সদস্য মোঃ মারুফ হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সদর উপজেলা কৃষকদল নেতা মনজুরুল হাসান শিমুল, অলিয়ার, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ।
আর কে-০১







