সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরার নবাতকাটি এলাকায় বিজিবির মাদকবিরোধী অভিযানে মো. শামীম হোসেন নামে এক যুবক ২৫ বোতল কফ সিরাপ (কোরেক্স)সহ আটক হওয়ার ঘটনায় বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৯ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নবাতকাটি এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শীলা আক্তার, সামিরা খাতুন, খাদিজা খাতুন, মেঘনা খাতুন, আরাফাত হোসেন, মিলন হোসেন, আলামিন হোসেন, আলতাফ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভোমরা সীমান্তে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় রয়েছে। এদের মধ্যে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভৈদ জেলার শীর্ষ মাদক চোরাকারবারী হিসেবে পরিচিত। তার এবং চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে।
বক্তারা আরও জানান, গত ৮ জুন বিজিবির বিশেষ অভিযানে শামীম হোসেন আটক হওয়ার পর এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেন। বিজিবির এমন সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পরদিন (৯ জুন) এলাকাবাসী সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনের মাধ্যমে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে। এ সময় তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মাদক চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।







