নবজাতকদের জন্য প্রথমবারের মতো মাতৃদুগ্ধ ব্যাংক চালু করেছে নেপাল। রাজধানী কাঠমান্ডুর পরোপকার মেটার্নিটি হাসপাতালে ‘অমৃত কোষ’ নামে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিচালিত হচ্ছে নেপালের সরকার ও ইউনিসেফের যৌথ অর্থায়নে।
অনেক প্রসূতি মায়ের ক্ষেত্রে নবজাতক জন্মের পরপরই স্তনে দুধ আসতে দেরি হয়। আবার অনেক শিশু অপরিণত অবস্থায় জন্ম নিয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকে, যেখানে মাতৃদুগ্ধ প্রাপ্তির সুযোগ থাকে না। এই শিশুদের জন্যই নিরাপদ দুধ সরবরাহ নিশ্চিত করতে এ ব্যাংক স্থাপন করা হয়েছে।
নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা দপ্তরের প্রধান ডা. বিবেক কুমার লাল জানান, ‘অমৃত কোষ’ বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০০ নবজাতককে মাতৃদুগ্ধ সরবরাহ করতে সক্ষম। তিনি বলেন, “মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রসূতি মায়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।”
উচ্চ শিশুমৃত্যুর হার ও কমতে থাকা জন্মহারও এ উদ্যোগের অন্যতম পটভূমি। ইউনিসেফের তথ্যে বলা হয়েছে, প্রতি বছর বিশ্বে ১৫ লাখেরও বেশি অপরিণত শিশু জন্ম নেয়, যাদের মধ্যে প্রায় ৮১ হাজার নেপালসহ অন্যান্য নিম্ন-মধ্য আয়ের দেশে।
এখনই দেশজুড়ে শাখা বিস্তারের আর্থিক সামর্থ্য না থাকলেও ভবিষ্যতে দেশের সব জেলায় ‘অমৃত কোষ’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ডা. বিবেক।
অনলাইন ডেস্ক







