যশোর শহরের মিশন পাড়া ডিসি বাংলামোড়ের কাজী তরিকুজ্জামান চমনকে ছুরিকাঘাতে জখম করে একটি পক্ষ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। চমন মিশন পাড়ার বদরুজ্জামানের ছেলে। তিনি কিছুটা মানসিক প্রতিবন্ধী।
তিনি কোতোয়ালি থানার মিরপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে চমন এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ওই এলাকার সামিউল (২৮) নামে এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সামিউল চমনের পেটে একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চমনের পরিবারের দাবি, সামিউল সন্ত্রাসী ও নানা অপরাধের সাথে জড়িত। এই ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৭







