জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনে বিসিবির পরিচালক হন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে বিসিবির অফিস করার পরিকল্পনার কথাও জানান।
বর্তমানে ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন নতুন সভাপতি। গতকাল দেশে উদযাপিত হয়েছে ঈদুল আজহা, ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
এ উপলক্ষে নিজ শহর বগুড়ায় ঈদ উদযাপন করেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপে নতুন সভাপতিকে নিয়ে বলেন,
“দায়িত্বটা কে কতটুকু করছে, সেটা দেখেই বিচার করতে হবে। উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আমরা ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখে বড় হয়েছি। আশা করি উনি দেশের ও ক্রিকেটারদের জন্য ভালো কিছু করবেন।
অনলাইন ডেস্ক







