Saturday, December 6, 2025

ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবসান: ‘চড়া মূল্য দিতে হবে’ হুঁশিয়ারি ট্রাম্পের

নিজের সাবেক উপদেষ্টা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাস্কের সঙ্গে তিনি আর কোনো যোগাযোগ রাখতে চান না এবং যদি মাস্ক বিরোধী দল ডেমোক্র্যাটদের সহায়তা করেন, তবে তার জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে।

শনিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মাস্কের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। এটা শেষ হয়ে গেছে। আশা করছি, তিনি টেসলায় আরও উন্নতি করবেন।”

ভবিষ্যতে সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা রয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমি এখন অন্যান্য ইস্যু নিয়ে খুবই ব্যস্ত। সম্ভবত তার সঙ্গে কথা বলার সময় পাবো না।”

২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হন ইলন মাস্ক। সে সময় তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে প্রায় ২৮ কোটি ৮০ লাখ ডলার চাঁদা দেন। নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প তাকে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডজ)-এর প্রধান করেন।

তবে কর মওকুফ ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির একটি সরকারি বিল নিয়ে মতানৈক্যের জেরে গত মে মাসের শেষ দিকে মাস্ক পদত্যাগ করেন। এরপর তিনি ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকেন। এর মধ্যে রয়েছে— ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলা, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ এবং ট্রাম্পের বিল আটকে জনগণকে আন্দোলনের ডাক দেওয়া।

সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, মাস্ক যদি এখন থেকে ডেমোক্র্যাটদের নিয়মিত চাঁদা দেন তাহলে কী হবে— তখন প্রেসিডেন্ট বলেন, “যদি তিনি এমন করেন, তাহলে তার পরিণতি হবে গুরুতর এবং এজন্য তাকে চড়া মূল্য দিতে হবে।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর