যশোরের পোস্ট অফিস পাড়ার বর্ষিয়ান ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। গত পাঁচদিন ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ব্যক্তিগত জীবনে আলহাজ্ব শামসুল ইসলাম ছিলেন একজন সজ্জন ও সমাজহিতৈষী মানুষ। তিনি অগ্রণী ব্যাংক যশোর শাখার ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি ৭ পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাতদিন সংবাদ







