Saturday, December 6, 2025

ঈদের দিনে গাজায় রক্তপাত: ইসরায়েলি হামলায় ৯০ নিহত, আহত ১৮৯

আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী আজ শুক্রবার মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। কিন্তু আনন্দের এই দিনে রক্তাক্ত গাজা—ইসরায়েলের টানা হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৯০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ১৮৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এর জেরে এখন পর্যন্ত ফিলিস্তিনে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৭৭ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৩০ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন অন্তত ৫৬ শতাংশ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। সেই হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে আইডিএফ। ১৫ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা স্থায়ী হয়নি।

গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় দ্বিতীয় দফা অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে গত আড়াই মাসে আরও ৪ হাজার ৪০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৩ হাজার ৪০৯ জন।

ধারণা করা হচ্ছে, এখনও অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন। আইডিএফ জানিয়েছে, তাদের সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা এবং সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে একটি নতুন দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। নেতানিয়াহু সেই প্রস্তাবে সম্মতি দিলেও হামাস এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর