ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ফুলতলা উপজেলার ৪০ টি বাস্তুহারা পরিবার জমিসহ পাকা ঘর পেতে যাচ্ছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ফুলতলার গাড়াখোলা মুক্তেশ্বরী এলাকায় প্রায় নির্মাণ সম্পন্ন ঘরগুলি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।







