Friday, December 5, 2025

সাতক্ষীরায় ফোরাম ‘৮৭-এর উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ বন্ধুদের সংগঠন ফোরাম ’৮৭, সাতক্ষীরা-এর উদ্যোগে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 বন্ধুদের সংগঠন ফোরাম ’৮৭ সাতক্ষীরার সভাপতি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবুর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু জাহিদ ডাবলু, উপদেষ্টা সেলিম আক্তার, সাধারণ সম্পাদক শফিউল হাসান, সদস্য আব্দুর রহমান, সদস্য নীলাক শারীন প্রমুখ। প্রত্যেক    দু:স্থ-প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উল্লেখ্য “ফোরাম ’৮৭, সাতক্ষীরা ”  ২য় বারের মতো সাতক্ষীরাতে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য, পুষ্টি সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
আর কে-০৩
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর