Friday, December 5, 2025

ফুলতলায় গৃহবধূকে অগ্নিদগ্ধের ঘটনায় শ্বশুর গ্রেফতার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের স্ত্রী মরিয়াম খাতুন (১৯) এর গায়ে আগুন লাগিয়ে ঝলসে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, এক বছর আগে জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বাহারুল খানের মেয়ে মরিয়াম খাতুনের সাথে মধ্যডাঙ্গা গ্রামের গোলাম সরদারের পুত্র ইসলাম সরদার পরিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর কয়েক মাস তাদের পারিবারিক জীবন সুখে শান্তিতে কাটলেও স্বামী মিল শ্রমিক হওয়ার দরুণ তাদের সংসারে অভাব অনটন ছিল নিত্য নৈমত্তিক। যার কারণে মাঝে মাঝে পারিবারিক অশান্তি লেগে থাকত বলে এলাকাবাসীসুত্রে জানা যায়।

গত সোমবার দুপুর ১ টায় মরিয়াম খাতুন তার বাড়িতে দাড়িয়ে থাকা অবস্থায় তার শশুর গোলাম সরদার (৬০) ও জাঁ নাজমা বেগম (২৫) তার গায়ে আগুন লাগিয়ে দেয় বলে এজাহার উল্লেখ করে। পরে, আশেপাশের লোকজন মরিয়ামকে দ্রুত উদ্ধার করে মারাত্মক দগ্ধ অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থান অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মরিয়াম খাতুন বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা  দায়ের করে। পুলিশ মামলার আসামী গোলাম সরদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর