Saturday, December 6, 2025

১২টি দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা: ট্রাম্পের ঘোষণা

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের মার্কিন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ঘোষণাপত্রে ট্রাম্প ইতোমধ্যে স্বাক্ষর করেছেন।

নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলো হলো—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

ঘোষণাটি কার্যকর হবে ৯ জুন, সোমবার থেকে।

এছাড়া আরও ৭টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলো হলো—বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরালিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর