Saturday, December 6, 2025

ত্রাণ সরবরাহের সড়কগুলো ‘যুদ্ধ এলাকা,’ ইসরায়েলের হুমকির পরে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো বন্ধ

বিবিসি বাংলা: ত্রাণ কেন্দ্রে যাওয়ার সড়কগুলোকে ‘যুদ্ধ এলাকা’ হিসেবে বিবেচনা করা হবে- ইসরায়েলের সামরিক বাহিনীর দিক থেক এমন হুমকির পর গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো আজ বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা দ্যা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বলছে, কাজের মান ও দক্ষতার উন্নয়নের জন্য কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার একটি ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলের গুলিতে ২৭ জন নিহত হয়েছিলো। জিএইচএফ- এর কেন্দ্রের কাছে এটি ছিলো এ ধরনের তৃতীয় ঘটনা।

ওদিকে খান ইউনিসে বাস্তুহারা মানুষের একটি শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলের হামলায় ১২ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে ইউনিসেফের একজন মুখপাত্র জিএইচএফ এর সমালোচনা করে বলেছেন এই সংস্থাটি সাহায্য দেয়ার ভান করছে।

বিবিসি রেডিও ফোরকে জেমস এলডার বলেছেন, গাজায় সাহায্য পাওয়ার জন্য মানুষকে ১৫-২০ কিলোমিটার হাঁটতে হচ্ছে।

“তারা মানুষকে সাহায্য দেয়ার দাবি করছে। কিন্তু এটা যতটা দরকার তার ধারেকাছেও না। বড় সংস্থাগুলোর দিনে ৫০০-৬০০ ট্রাক ত্রাণ দেয়া দরকার। বিপরীতে দিনে মানুষ পাচ্ছে ৫০০-৬০০ বাক্স,” বলেছেন তিনি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর