Friday, December 5, 2025

“দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে সকলকে অগ্রসর হতে হবে” — ড. ওবায়দুল ইসলাম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২ জুন) সকাল ১০টায় পৌর শহরের বারইখালী ১ নম্বর ওয়ার্ডে মীম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

ড. ওবায়দুল ইসলাম বলেন, “বিএনপি আজ যে দৃঢ়তা ও সহনশীলতার সঙ্গে রাজপথে টিকে আছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। সামনে আমাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। এ সময়ে দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে সবাইকে অগ্রসর হতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির তাতীদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মো. মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল-আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও গিয়াস উদ্দিন তালুকদার।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্সি, মহিলা দলের সভানেত্রী ফাহিমা খানম, ছাত্রদল নেতা আবু সালেহ ও মেহেদী হাসান সজল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কিছু সুবিধাভোগী নেতা আওয়ামী ঘরানার লোকদের বিএনপির ছায়াতলে স্থান দিচ্ছেন, যা দলের আদর্শ ও অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান হালিম (তনু) ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “দলীয় ছায়াতলে যেন আওয়ামী ভাবধারা পুনঃপ্রতিষ্ঠা না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কার্যক্রম শুরু হয়েছে।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়, যা এ আয়োজনে মানবিকতা ও অর্থবোধ যুক্ত করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর