খ্যাতিমান চিত্রশিল্পী, ভাস্কর ও সাহিত্যিক সমীর মজুমদার আর নেই। আজ শনিবার ভোর ৫টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র। তাঁর প্রতিষ্ঠিত ব্যতিক্রমী শিশু-কেন্দ্রিক শিল্প উদ্যোগ ‘শিশুস্বর্গ’ তাকে দিয়েছে বিশেষ পরিচিতি। নড়াইলের পাঙ্কোবেলা এলাকায় স্থাপিত এই কেন্দ্রটি শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও শিল্পবোধ বিকাশে এক অনন্য ভূমিকা রেখে চলেছে।
শিল্পী সমীর ছিলেন কেবল একজন প্রতিভাবান চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন একজন নিঃস্বার্থ শিক্ষক, সমাজচিন্তক ও সংস্কৃতি সাধক। তাঁর হাতে গড়া শিল্পপাঠে ফুটে উঠেছে জীবনের গভীর বোধ, প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক এবং সমাজের প্রতি দায়বদ্ধতা।
১৯৭০ সালের ৬ মার্চ নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি। খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ) থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। তাঁর চিত্রকর্মে বাংলার খোলা প্রকৃতি, ঋতুবৈচিত্র্য, গ্রামীণ জীবন ও আধ্যাত্মিক সৌন্দর্যের মেলবন্ধন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
দেশ-বিদেশে অনুষ্ঠিত বহু একক ও যৌথ চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়ে তিনি অর্জন করেন নানা সম্মাননা ও পুরস্কার। তাঁর সৃষ্ট শিল্পকর্ম এখনও দর্শকদের মুগ্ধ করে, অনুপ্রাণিত করে।
সমীর মজুমদারের প্রয়াণে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর কর্ম ও শিশুদের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ কমরেড বিমল বিশ্বাস, কমরেড খবির শিকদার, কমরেড শামীম বিশ্বাস, লেখক ও শিক্ষক শ্যামল শর্মা, বাম ছাত্রনেত্রী সুমাইয়া শিকদার ইলা প্রমুখ।