Saturday, December 6, 2025

নড়াইলে গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গরুর হাটে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে এক ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ঘটনাস্থল থেকে তাকে আটকও করা হয়।

৩০ মে (বৃহস্পতিবার) বিকালে সেনাবাহিনীর নজরদারির পর ওই হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নড়াইল সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত নজরদারির অংশ হিসেবে মাইজপাড়া পশুহাট পরিদর্শনে যায়। এ সময় দেখা যায়, ইজারাদার এম শামসুজ্জামান খোকন (৫০) সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন। তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে অতিরিক্ত আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তবে সেনাবাহিনী চলে যাওয়ার ১০–১৫ মিনিট পর আবারও তিনি অতিরিক্ত অর্থ আদায় শুরু করেন। তিনি প্রতি গরু থেকে ১ হাজার থেকে ১৩০০ টাকা পর্যন্ত আদায় করছিলেন, যেখানে সরকারি নির্ধারিত হার গরুপ্রতি ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ২০০ টাকা।

জিজ্ঞাসাবাদে ইজারাদার অতিরিক্ত টাকা আদায়ের পক্ষে মৌখিকভাবে যুক্তি দিলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

স্থানীয় খামারি ও হাট ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন এবং কোনো রশিদ বা প্রমাণপত্রও দেন না।

ইউএনও সঞ্চিতা বিশ্বাস জানান, সেনাবাহিনীর মাধ্যমে আটক ইজারাদার খোকনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ক্রেতা-বিক্রেতার উভয়ের কাছ থেকে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত ইজারাদারের বিরুদ্ধে হাট ইজারা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের বিবেচনাধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর