Friday, December 5, 2025

বিসিবির নতুন সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

নানা নাটকীয়তায় বাতিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ব নির্ধারিত শনিবারের সভা। তবে নতুন মোড় নিয়েছে দেশের ক্রিকেট। তড়িঘড়ি করে সভা ডাকা হয়েছে একদিন আগেই, শুক্রবার বিকেল সাড়ে চারটায়। ধারণা করা হচ্ছে, এই সভা থেকেই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবেন আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যদিও বাতিলের ধারা নিয়ে রয়েছে আইনি জটিলতার সম্ভাবনা, তবে আপাতত নিশ্চিত যে, ফারুকের জায়গায় বিসিবির পরিচালক হচ্ছেন আমিনুল।

এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতা ছিল আমিনুলের সামনে। এনএসসির মাধ্যমে তিনি বিসিবির কাউন্সিলর হন এবং বৃহস্পতিবার রাতেই অনলাইন সভায় তা অনুমোদন দেন বিসিবির ৯ পরিচালক।

সবকিছু মিলিয়ে বলা যায়, আমিনুলের বিসিবি পরিচালক এবং সেই সূত্রে সভাপতি হওয়ার পথে আর কোনো বাধা নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকদের ভোটেই সভাপতি নির্বাচন হয়ে থাকে। তাই শুক্রবার বিকেলের সভায় আমিনুলের সভাপতিত্ব নিশ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি বিসিবিতে দায়িত্ব নিতে প্রস্তুত, তবে আগামী নির্বাচন (অক্টোবর) পর্যন্ত অস্থায়ীভাবে। এরপর আবার ফিরতে চান তাঁর আইসিসি-সংক্রান্ত চাকরিতে।

অন্যদিকে, নিজের মনোনয়ন বাতিলের পর ফারুক আহমেদ বলেছেন, তিনি পদত্যাগ করবেন না এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। ফলে ভবিষ্যতে নতুন জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, জাতীয় দল রয়েছে পাকিস্তান সফরে এবং শুক্রবার মাঠে নামবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তবে মাঠের খেলার চেয়ে এখন আলোচনা ও আগ্রহের কেন্দ্রে বিসিবির ক্ষমতার পালাবদল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর