Friday, December 5, 2025

সাতক্ষীরায় গুম হওয়া বিএনপি নেতাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা আবু সেলিমকে ফেরত চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের উদ্যোগে ইটাগাছা হাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা রোডের শহীদ আসিফ চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও গুম হওয়া আবু সেলিমের পিতা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা, ইউনিয়ন সদস্য রেজাউল ইসলাম, যুবদল নেতা আব্দুর আলীমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বিএনপিকে দমন করতেই সরকারের মদদে একের পর এক নেতাকর্মী গুম হচ্ছে। ২০১১ সালের ২৯ মে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানী ঢাকা থেকে আবু সেলিমকে তুলে নেওয়া হয়। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। তাঁরা দাবি করেন, এই গুমের পেছনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জড়িত এবং সঠিক তদন্ত ও রিমান্ডে নিলে আবু সেলিমের সন্ধান মিলতে পারে।

বক্তারা আরও বলেন, অতীতে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর গুম হওয়া অনেকেই ফিরে এসেছে। তাঁরা আশা প্রকাশ করেন, যুবদল নেতা আবু সেলিমসহ গুম হওয়া সব নেতাকর্মী অচিরেই ফিরে আসবেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর