Saturday, December 6, 2025

উৎসব ভাতা বাড়েনি, নড়াইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি: উৎসব ভাতা না বাড়ানোর প্রতিবাদে নড়াইলে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (২৮ মে) বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, নড়াইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হয়, যার মধ্যে নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজ অন্যতম।

সংগঠনের জেলা সভাপতি ও আব্দুল হাই ডিগ্রি কলেজের অফিস সহকারী নার্গিস নাহার বলেন, “সরকার শিক্ষক-কর্মচারীদের মধ্যে শুধুমাত্র শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে। অথচ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা সেই সুবিধা থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে আমরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছি। আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশের মতো নড়াইলেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

কর্মবিরতিতে অংশ নেন—মো. ইউনুচ আলী, মো. ফসিয়ার রহমান, সৈয়দ রওশন আলী, সুমন্ত কুমার হোড়, মো. নজরুল ইসলাম, মো. নোমান মোল্যা, মো. আনিচ মোল্যা, সীমা খাতুন, মো. মনিরুল ইসলাম ও শরীফ ইমামুল ইসলামসহ আরও অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর