Friday, December 5, 2025

দেবহাটার খলিষাখালীতে ভূমিহীনদের বসতিতে অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রতিবাদ

সাতক্ষীরার দেবহাটার খলিষাখালী কামরুলনগরে ভূমিহীনদের বসতিতে অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগীরা জানান, সরকারি খাসজমিতে বসবাসরত ৬৩৫টি ভূমিহীন পরিবার ভূমিদস্যুদের হয়রানির শিকার হচ্ছেন। গতকাল সকালে একদল সন্ত্রাসী মমতাজ, নার্গিস, খাদিজা ও মজিদের ঘরে হামলা চালিয়ে আগুন দেয় এবং প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। আহত মমতাজের দুই পা ভেঙে দেয়া হয় এবং তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের নিরবতায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর