Saturday, December 6, 2025

শার্শায় মাদক কারবারিদের হামলায় তিনজন জখম

যশোর শার্শা উপজেলার আমড়াখালী কাগমারী গ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহতরা হলেন ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে আরমান আলী (৩০), মুক্তার হোসেনের ছেলে স্বপ্না বেগম (৩০) ও মৃত আবেদ আলীর ছেলে মিজান আলী (৫৫)।

আহতদের মধ্যে আরমান আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দু’জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আরমান জানান, কাগমারী গ্রামে তার একটি চায়ের দোকান রয়েছে। প্রায় স্থানীয় মাদক কারবারী সজল তার দোকানের পিছনে দাঁড়িয়ে মাদক বিক্রি করে। তিনি মানা করায় সজলের সাথে বিরোধ হয়। কিছুদিন আগে সজল মাদকসহ তার দোকানের পাশ থেকে পুলিশের হাতে আটক হয়। তার ধারণা আরমান তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে সজলের নেতৃত্বে সাত/আটজন তাদের বাড়িতে হামলা করে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। এক পর্যায় দুর্বৃত্তরা আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে প্রতিবেশি স্বপ্না ও মিজান আলী বাধা দিতে এলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আরমানের অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৭টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর