সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ২৩ বাংলাদেশিকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের সীমান্তে এনে বাংলাদেশে পাঠানো হয়।
পুশইনকৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রাম ও ঝালকাঠি জেলায়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলায় বসবাস করে আসছিলেন। কয়েকদিন আগে সেখান থেকে বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্তে এনে সাতক্ষীরার কুশখালী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানান, বিজিবি পুশইন হওয়া ২৩ জনকে থানায় হস্তান্তর করেছে। এদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। বিজিবি বাদী হয়ে ১৪ জন নারী-পুরুষের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা পেশাগত ও জীবিকার কারণে দীর্ঘদিন ধরে ভারতের রৌতক জেলায় অবস্থান করছিলেন। তবে সম্প্রতি ভারতের স্থানীয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পরে সীমান্তে এনে বাংলাদেশে পাঠিয়ে দেয়।







