এইচ. এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। সোমবার (২৬ মে) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কুঠিবাড়ি ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা মেলার স্টলগুলোতে সরাসরি অনলাইনে ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এতে সেবা প্রত্যাশীরা তাৎক্ষণিকভাবে পরামর্শসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতলুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জবির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, যুব উন্নয়ন কর্মকর্তা ইকতিয়ার উদ্দিন, খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল, আইসিটি অফিসার ত্রিদিপ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য আপা শারমিন আক্তার ও মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এইচ. এম. মইনুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মেলার দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এতে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তৃতীয় দিনে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এক সেমিনার। এতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ বরকতুল্লাহ ও মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম।
সেমিনার শেষে নবাগত ওসি মোঃ মতলুবুর রহমান এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মীর এনামুল হককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ভূমি মেলার মূল উদ্দেশ্য—সাধারণ জনগণের কাছে সহজ, স্বচ্ছ ও দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়া, যাতে তারা হয়রানি ছাড়া নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারেন।
উল্লেখ্য, মেলা শুরুর একদিন আগে ২৫ মে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে ভূমি অফিসের কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।







