Friday, December 5, 2025

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রিতে ভোগান্তি: ওয়েবসাইটে সাইবার আক্রমণ

আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। হামজা চৌধুরীর সঙ্গে এবার দেখা যেতে পারে সামিত সোমকেও—এ খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

তবে ম্যাচের আগেই ভোগান্তিতে পড়তে হয়েছে ভক্তদের। অনলাইনে টিকিট বিক্রির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রথম দিনেই ঢুকতে পারেননি অনেকেই। দুপুর ১২টায় বিক্রি শুরুর কথা থাকলেও তা রাত ৮টায় শুরু হয়, এবং শুরুর কিছু সময়ের মধ্যেই সাইটটি ডাউন হয়ে যায়।

টিকিট কেনার সুযোগ পেলেও অনেকেই প্রযুক্তিগত সমস্যার কারণে টিকিট সংগ্রহ করতে পারেননি। এ ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টিকিট সরবরাহকারী প্রতিষ্ঠান টিকিফাই আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।

টিকিফাই দাবি করেছে, তাদের সাইটে ১৫০,০০০ এর বেশি হিট হয় এবং এটি ‘সম্ভাব্য DDoS আক্রমণের’ মুখে পড়ে। বাফুফেও জানিয়েছে, সাইটটি সাইবার হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর