সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের শাপলা খাতুনের সন্তান। সকালে সে তার মা শাপলা খাতুন (২০) ও নানী নাজমা খাতুন (৪৫) এর সঙ্গে চিকিৎসার জন্য ইজিবাইকে সাতক্ষীরা শহরে আসছিল। দহাকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন—শিশুটির মা শাপলা খাতুন, নানী নাজমা খাতুন, পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), হযরত আলী (৪৫), বাকা দরগাহপুরের মোজাম্মেল এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী। সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর কে-০৩







