বাগেরহাটে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার (২৪ মে) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম.এ. সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলের অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন—আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দলের নয়। বিএনপি প্রতিশোধ নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়।” তিনি জানান, এই লক্ষ্যে বিএনপি নিজ দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চা চালু রেখেছে এবং নেতা নির্বাচনে ভোটের ব্যবস্থাও করছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয় সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলর এই ভোটে অংশ নেন।
ভোট গণনা শেষে রাতেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ডা. শেখ ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক পদে সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক পদে মহিতুজ্জামান দুলাল নির্বাচিত হন।
দীর্ঘদিন পর সম্মেলন ও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।







