Saturday, December 6, 2025

লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহেব শেখ (৩৬) নামে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত বারিক শেখের ছেলে এবং লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে মাংস ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতের স্বজনরা জানান, সকালবেলা লক্ষীপাশা চৌরাস্তার মাংসপট্টিতে সিঙ্গা ও পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে দুপুরে সাহেব শেখ কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুরে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর