একটা বিশ্বরেকর্ড গড়েছিলেন আগেই। সেই সুবাদে ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। এবার আরও এক বিশ্বরেকর্ডের সাক্ষী হল ক্রিকেটবিশ্ব। সাহিবজাদা ফারহান যেন ঠিক এমনই এক দিন বেছে নিয়েছিলেন ইতিহাস গড়ার জন্য।
পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেড যখন ধুঁকছে, তখন এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন ফারহান। ২১০ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১০ ওভারেই দলকে এনে দেন ১০০ রানের পুঁজি। নিজে খেলেন ৩৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস।
এই ইনিংসেই ফারহান ছুঁয়ে ফেলেছেন নতুন এক মাইলফলক—এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে ১ হাজার টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ড। ২০২৫ সালে মাত্র ১৮ ইনিংসেই এই অর্জন ছুঁয়েছেন তিনি। এত কম ইনিংসে আগেই এই রেকর্ড করেছিলেন কেবল একজন—বিরাট কোহলি, ২০১৬ সালে।
তবে, বিশ্বরেকর্ড গড়ার দিনটিতে দলের জয় নিশ্চিত করতে পারেননি ফারহান। ইসলামাবাদ থেমে যায় ১৭৯ রানে। কোয়েটার কাছে ৩০ রানে হার মানে তারা। ফলে সরাসরি ফাইনাল খেলছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আর ইসলামাবাদ অপেক্ষায় ২য় কোয়ালিফায়ারের।
এর আগে গত ১৫ এপ্রিল সবচেয়ে কম ইনিংসে এক বছরে ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন সাহিবজাদা ফারহান। মাত্র ৯ ইনিংসেই এই কীর্তি গড়েন তিনি—যেখানে রয়েছেন ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার, শুভমান গিলের মতো তারকারা। কিন্তু ফারহান বাকিদের চেয়ে অনেক কম ম্যাচে পৌঁছেছেন এই মাইলফলকে।
এবারের পিএসএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১১ ম্যাচে সংগ্রহ ৪৪৬ রান। সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। আগুনঝরানো ফর্মে থাকা এই পাকিস্তানি ব্যাটারকে থামাতে বাংলাদেশি বোলারদের কৌশলই এখন দেখার বিষয়।
অনলাইন ডেস্ক







