Saturday, December 6, 2025

আ’লীগের উপ-কমিটির সদস্য হলেন বাঘারপাড়ার রাজীব

বাঘারপাড়া প্রতিনিধি: আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা বাঘারপাড়ার কৃতি সন্তান শিল্পপতি এস এম আলমগীর হাসান রাজীব।

২৭ ডিসেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৬০ সদস্যবিশিষ্ট শিল্প ও বাণিজ্য বিষয়ক এ উপ-কমিটির অনুমোদন দেন।আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদকও সাবেক ছাত্রলীগ নেতা এসএম আলমগীর হাসান রাজিব যশোর-৪ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি ছাত্র জীবনে বিএল কলেজ শাখার সভাপতি,খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতিসহ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দাপটের সাথে দায়িত্ব পালন করেন।

বিএনপি আমলে ছাত্রলীগ করার অপরাধে তাকে একাধিকবার মামলা-হামলার শিকার হতে হয়। রাজনীতির পাশাপাশি বর্তমানে তিনি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী।আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসএম আলমগীর হাসান রাজীবকে অভিনন্দন জানিয়েছেন বাঘারপাড়ার আওয়ামী পরিবারের সদস্যরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর